Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
  1. প্রতি ১০ বছর পর পর অন্যান্য উপজেলার ন্যায় ২০০৮ সালে নীলফামারী সদর উপজেলাতেও  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক অনুষ্ঠিত হয় কৃষি শুমারি-২০০৮ যা কৃষি প্রধান বাংলাদেশের সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়।
  2. প্রতি ১০ বছর পর পর অন্যান্য উপজেলার ন্যায় ২০১১ সালে নীলফামারী সদর উপজেলাতেও বাংলাদেশের পরিসংখ্যান ব্যুারো কর্তৃক অনুষ্ঠিত হয় আদম শুমারী ও গৃহ গণনা ২০১১ যা সমগ্র বাংলাদেশের জনসংখ্যা কি পরিমাণ রয়েছে তার তথ্য এবং গৃহের পরিমাণ জানা যায়।
  3. ২০১২ সালে  মা ও শিশুর পুষ্টি জরিপ অনুষ্ঠিত হয় যা মায়ের ও শিশুর জীবনমান তাদের কি ধরনের পুষ্টি গ্রহণ করছে সে সম্পকে বিস্তারিত ধারনা পাওয়া যায়।
  4. প্রতি  ১০ বছর পর পর অন্যান্য উপজেলার ন্যায় ২০১৩ সালে নীলফামারী সদর উপজেলাতেও  বাংলাদেশের পরিসংখ্যান ব্যুারো কর্তৃক অনুষ্ঠিত হয় অর্থনৈতিক শুমারি ২০১৩  যা বাংলাদেশের সহ নীলফামারী সদর উপজেলার অর্থনৈতিক জীবনমান তাদের জীবনধারা সম্পকে ধারণা পাওয়া যায়।
  5. ২০১৪ সালে অনুষ্ঠিত হয় বস্তি শুমারি  এর মাধ্যমে বস্তিবাসীর জীবন মান সর্ম্পকে ধারণা পাওয়া যায়।
  6. ২০১৪ সালে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত জরিপ যার মাধ্যমে নীলফামারী সদর উপজেলার দুর্যোগ পরিস্থিতি সর্ম্পকে ধারণা পাওয়া যায়।
  7. ২০১৫ সালে অনুষ্ঠিত হয় কারিগরি ও বৃত্তিমূলক জরিপ। এর মাধ্যমে নীলফামারী সদর উপজেলার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার্থীর সংখ্যা তাদের শিক্ষা ব্যবস্থা পরিস্থিতি সর্ম্পকে ধারণা পাওয়া যায়।
  8. ২০১৫ সালে অনুষ্ঠিত হয় নারীর প্রতি সহিংসতা জরিপ । নারীদের প্রতি কি রকম অন্যায় অত্যাচার করা হয় তাদের ইচ্ছা অনিচ্ছার কতটুকু মূল্যায়ন করা হয় সে সম্পকে ধারণা পাওয়া যায়।
  9. ২০১৬ সালে অনুষ্ঠিত হয় খানার আয় ব্যয় সম্পকিত জরিপ । এর মাধ্যমে খানা দৈনন্দিন কি পরিমাণ খাবার খায় তাদের আয় রোজগার সম্পকে ধারণা পাওয়া যায়।
  10. ২০১৭ সালে অনুষ্ঠিত হয় প্রথমবারের ন্যায় সরকার সকল খানার ডাটাবেইজের প্রয়োজনীয়তা অনুভব করে সে লক্ষ্যে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ এর কাজ শুরু হয়।  সেই সূত্র মতে নীলফামারী সদর উপজেলা ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইস অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত হয়।
  11. ২০১৮ সালে অনুষ্ঠিত হয় Citizen Survey & Court User Survey-2018 শীর্ষক জরিপ; যার মা্ধমে আইনের শাসন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা বা বর্তমান আইন দ্বারা জনগণ কতটুকু উপকৃত হচ্ছে সে বিষয়ে জানা যায়।
  12. ২০১৮ সালে পাবলিক সার্ভীস ডেলিভারী নামে জরিপ পরিচালিত হয়; এর মাধ্যমে সেবা জনগণের নিকট কিভাবে পৌছে সে বিষয়ে ধারনা পা্ওয়া যায়।
  13. এছাড়া নীলফামারী সদর উপজেলায় এমএসভিএসবির প্রকল্পের ০৩ টি পিএসইউ চালু রয়েছে। যার মাধ্যমে নীলফামারী সদর উপজেলার জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন, বর্হিগমন, জন্মনিয়ন্ত্রন পদ্ধতি ও প্রতিবন্ধী সংখ্যা কি রকম আছে তার মাধ্যমে সমগ্র নীলফামারী সদর উপজেলারএকটি চিত্র ফুটে উঠে।
  14.  এছারা ০৬ টি প্রধান এবং অসংখ্য অপ্রধান ফসলের হিসাব নীলফামারী সদর উপজেলা কার্যালয়ের মাধ্যমে বিবিএস ঢাকা হেড অফিসে প্রেরণ করা হয় যার ফলে নীলফামারী সদর উপজেলায় কি পরিমাণ ফসল উৎপাদন করা হয় তা পরিসংখ্যান পদ্ধতির মাধ্যমে জানা যায়।